গাছের সাথে চেন দিয়ে বাঁধা তালা দেওয়া বাক্স দেখে চাঞ্চল্য এলাকায়
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
উপনির্বান শেষ, আর এক দিন পরেই ভোট গননা আর তার আগেই গাছের সাথে চেন দিয়ে বাঁধা একটি বড় বাক্স উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আসানসোলে।নিয়ামতপুর ইস্কো বাইপাস রোডে একটি বড় বাক্স গাছের সাথে চেন দিয়ে বাঁধা তালা দেওয়া অবস্থায় দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসে ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরে ইস্কো বাইপাস রোড মোড় সংলগ্ন রাস্তার পাশে একটি গাছের গোড়ায় একটি বড় বাক্স শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার সকালে এলাকাজুড়ে।
স্থানীয়রা ঘটনার খবর দেয় নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গাছের গোড়া থেকে শিকলটি ভেঙে বাক্সটি উদ্ধার করে নিয়ে যায় নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।
তবে বাক্সের মধ্যে কি রয়েছে তা এখনও স্পষ্ট হয়নি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । এলাকা বাসির কাছে একটাই প্রশ্ন বাক্সের মধ্যে কি আছে বোমা না অন্যকিছু। ভোট গণনার আগে এখন লাখ টাকার প্রশ্ন এলাকাবাসীর মধ্যে।
শেষ খবর পাওয়া গেছে যে পুলিশ ওই বাক্স খুলে কয়লা, ঘুঁটে ও কিছু কাপড় ছেড়া পেয়েছে।
গাছের সাথে চেন দিয়ে বাঁধা তালা দেওয়া বাক্স দেখে চাঞ্চল্য এলাকায় pic.twitter.com/opYQ58LKWL
— SangbadEkalavya (@sangbadekalavya) April 14, 2022
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊