আবারো নজর কাড়লেন দিনহাটার বিশিষ্ট সমাজসেবী ডাক্তার অজয় মণ্ডল

Ajay Mandal





অবশেষে হাতে পেলেন ভারত সরকারের অধীনস্ত সংস্থা "Magic book of Records" এর তরফ থেকে এবছরের" BEST ACHIEVER'S AWARD 2022 ". পুরুস্কার in the titie of "Best Social Activist Award "হিসাবে সোনার অশোক স্তম্ভ খচিত ট্রফি , সোনার মেডেল , ল্যামিনেটেড সার্টিফিকেট । সংস্থার পক্ষ থেকে ঘোষনা আগেই করেছিলো ।ডাক্তার অজয় মন্ডল 3 মাস আগে অ্যাপ্লাই করেছিলেন তখন তিনি ভাবতে পারেনি সিলেক্ট হবে। তিনি আরও জানান জুরী মেম্বার ও সিলেকসান প্যানেল প্রায় তিনমাসের স্ক্রুটিনি ও আমার কর্মকান্ডের বিবরনী পুঙখনাপুঙ্খ দেখার পর ও ওদের প্রতিনিধি কোচবিহার , দিনহাটা , আমার কোলকাতার বাড়ির সাথে সাথে আমার কর্মকান্ডের সত্যটা যাচাই ও পুরো খোঁজ নেওয়ার পর 22/03/2022 তারিখে আমাকে Final স্ক্রুটিনির পর সিলেক্ট করেছিল।এ পুরস্কার আমার সকল শুভাকাঙ্খী ও গরীব দুঃস্থদের মধ্যে উৎসর্গ করলাম।




সোশ‍্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি লেখেন, অবশেষে হাতে পেলাম ভারত সরকারের অধীনস্থ সংস্থা "Magic book of Records" এর তরফ থেকে এবছরের "BEST ACHIEVER'S AWARD 2022 " পুরস্কার in the title of " Best Social Activist Award " হিসাবে সোনার অশোক স্তম্ভ খচিত ট্রফি , সোনার মেডেল , ল্যামিনেটেড সার্টিফিকেট । সংস্থার পক্ষ থেকে ঘোষনা আগেই করেছিলো । আমি 3 মাস আগে অ্যাপ্লাই করেছিলাম তখন ভাবিনি সিলেক্ট হবো । কারন জুরী মেম্বার ও সিলেকসান প্যানেল প্রায় তিনমাসের স্ক্রুটিনি ও আমার কর্মকান্ডের বিবরনী পুঙখনাপুঙ্খ দেখার পর ও ওদের প্রতিনিধি কোচবিহার , দিনহাটা , আমার কোলকাতার বাড়ির সাথে সাথে আমার কর্মকান্ডের সত্যটা যাচাই ও পুরো খোঁজ নেওয়ার 22/03/2022 তারিখে আমাকে Final স্ক্রুটিনির পর সিলেক্ট করেছিলো। যখন সংস্থার পক্ষ থেকে Mail পেলাম চোখে জল চলে এসছিলো। আমি যে নির্বাচিত হবো স্বপ্নেও ভাবিনি । আজ আমি পুরস্কারটা হাতে পেলাম । এ পুরস্কার আমাকে আরো অনেক বেশি দায়িত্ব বাড়িয়ে দিলো । এ পুরস্কার আমার নয় । তাই এই পুরস্কার আমি আমার অর্ধাঙ্গিনী , আমার ডাঃ অজয় মন্ডলের পুরো টিম , আমার পুরো পরিবার সাথে আমার সকল শুভাকাঙ্খী ও গরীব দুঃস্থদের মধ্যে উৎসর্গ করলাম । যে সব দুঃস্থ অসহায় মানুষদের ভালোবাসা ছাড়া এ পুরস্কার পাওয়া সম্ভব ছিলোনা তাদেরকে কোটি কোটি প্রনাম ।




তিনি আরো বলেন, অসংখ্য ধন্যবাদ india Magic book of Records এর সকল কর্মকর্তা , জুরী মেম্বার ও সিলেকসান কমিটি কে । পিংকি আরোরা ম্যাডাম কে ধন্যবাদ আমাকে অ্যাপ্লাই এর প্রতিটা step e পাশে থাকার জন্য । এ পুরস্কার আগামীতে আমাকে আরো বেশি করে উৎসাহ দিলো আরো বেশি বেশি করে গরীব দুঃস্থ অসহায় মানুষের পাশে থাকার জন্য। প্রসঙ্গত বলে রাখি Magic Book of Records এ আমার নাম অন্তর্ভুক্ত হলো যেটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। কারন Magic Book of Records e নাম তোলাটা খুবই কঠিন ।