Latest News

6/recent/ticker-posts

Ad Code

রামনবমীকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে শোভাযাত্রা, আটকালো পুলিশ

রামনবমীকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে শোভাযাত্রা আটকালো পুলিশ

Ramanabami



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:


রবিবার বর্ধমানে রামনবমীকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে শোভাযাত্রা আটকালো পুলিশ। এদিন বিকাল থেকেই বর্ধমান শহরে কমবেশী প্রায় ১০টি শোভাযাত্রা বের হবার জন্য আবেদন করা হয়েছিল। রীতিমত হাতে লাঠিসোঁটা ছাড়াও বেশ কয়েকটি মিছিলে দেখা যায় খোলা তলোয়ার নিয়ে চলছে দাপাদাপি। শোভাযাত্রা কার্জনগেট এলাকায় আসার সঙ্গে সঙ্গে অতিরিক্তি পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়ের নেতৃত্বে পুলিশ কমবেশী প্রায় ১০টিরও বেশি তলোয়ারকে বাজেয়াপ্ত করেন। 



নিয়ম না মেনে শোভাযাত্রা করায় একটি শোভাযাত্রাকে ঘুরিয়ে দেওয়া হয় অন্য রুটে। বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকার একটি শোভাযাত্রা থেকেই পুলিশ বেশ কিছু তলোয়ার বাজেয়াপ্ত করেছে। ওই শোভাযাত্রার নেতৃত্বে থাকা রাজনারায়ণ সাউ পুরোপুরি তলোয়ার নিয়ে শোভাযাত্রার বিষয়টি অস্বীকার করেছেন। 



এদিকে, এবারই প্রথম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদিকে যেমন রামনবমীর শোভাযাত্রা করা হয়েছে তেমনি এদিন এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন মুসলিমরাও। বর্ধমান কোর্ট কম্পাউণ্ড এলাকায় নেতাজী মূর্তির পাদদেশে রামনবমী কমিটির পক্ষ থেকে ইফতারেরও আয়োজন করা হয়। এই ইফতারে অংশ নেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসও। 



এদিন খোকন দাস জানিয়েছেন, এবারই দলের পক্ষ থেকে সর্বতোভাবে রামনবমী পালনের জন্য জানানো হয়। দলের নির্দেশ মেনেই এদিন বর্ধমান শহর জুড়েই তাঁরা শান্তিপূর্ণ মিছিল করেছেন। মিছিলে কোথাও কোনো অস্ত্র ছিল না বলে এদিন দাবী করেছেন খোকন দাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code