হোমিওপ্যাথি চিকিৎসার স্রষ্টা ডক্টর সি.এফ. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭ তম জন্ম জয়ন্তী পালন কোচবিহারে 


পবন কাদিয়ান



হোমিওপ্যাথি চিকিৎসার স্রষ্টা ডক্টর সি.এফ. স্যামুয়েল হ্যানিম্যান ২৬৭ তম জন্ম জয়ন্তী উপলক্ষে কোচবিহার জেলার স্বাস্থ্য ভবন ও আয়ুস শাখার উদ্যোগে ১০এপ্রিল থেকে ১৬ এপ্রিল একটি স্বাস্থ্য সচেতনতা শিবির এর আয়োজন করা হয়েছে। এই শিবিরের মাধ্যমে কোভিড পরিস্থিতি ও পরবর্তী উপসর্গ হোমিওপ্যাথি চিকিৎসা ও পরামর্শ এর ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।

অনুষ্ঠানে শুভ উদ্বোধন করে জেলাশাসক পবন কাদিয়ান বলেন, কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে ভালো কাজ করছে তার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আজকের দিনটি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর হ্যানিম্যান নামে উৎসর্গ করা হয়েছে। কারন তার যোগদানের জন্য আজকে হোমিওপ্যাথিক চিকিৎসা এতটা সাফল্য লাভ করেছে। আমরা ধন্যবাদ জানাবো আয়ুস দপ্তরকে তারা রোগীদের মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ে সচেতনতা গড়ে তুলছে।

এই বিষয়ে কোচবিহার জেলার আয়ুস দপ্তর আধিকারিক ডক্টর দেবব্রত তা বলেন, আমাদের ঔষধের কোন সাইড ইফেক্ট নেই।রোগীকে এই ঔষধ দিতেও হয় খুব কম পরিমাণে। আমরা এই বিষয় গুলি সাধারণ মানুষকে বোঝাতে পারি সেই কারণেই সারা জেলাজুড়ে একটি সচেতনতা শিবির ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এর সাথে সাথে কোভিড পরবর্তী উপসর্গ হুগলি চিকিৎসা ও পরামর্শের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা হবে।যাতে তারা কোভিড পরিস্থিতির পর তারা ভীত না হয়ে পড়েন, তাদের হার্ট অ্যাটাক না হয়।