Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB SCHOOL UNIFORM: পরিবর্তন হচ্ছে বিদ‍্যালয়ের পোশাক, দেবে রাজ‍্য সরকার, কেমন হবে পোশাক?

WB SCHOOL UNIFORM: পরিবর্তন হচ্ছে বিদ‍্যালয়ের পোশাক, কেমন হবে?

School Uniform





এবার পরিবর্তন হচ্ছে বিদ‍্যালয়ের পোশাক। আর সে খবর আগেই পাওয়া গেছে। কিন্তু এবার পোশাকের ধরন ও পোশাক নিয়ে আপডেট পাওয়া গেল। এখন আর নিজেদের ইচ্ছেমতো রঙের পোশাক কোড দিতে পারবে না রাজ‍্যের বিদ‍্যালয় গুলো। রাজ‍্যের সকল বিদ‍্যালয়ের পোশাক কোড এবার বেঁধে দিয়েছে রাজ‍্য।




রাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম (School Uniform)। ছাত্রদের জন্য বরাদ্দ হয়েছে সাদা জামা, নীল প্যান্ট। ছাত্রীদের জন্য থাকবে নীল-সাদা শালোয়ার কামিজ এবং নীল-সাদা শাড়ি। শুধু তাই নয় সব পোশাকের পকেটেই থাকবে বিশ্ব-বাংলা (Biswa Bangla) লোগো।




সাম্প্রতিক এক নির্দেশিকায় রাজ‍্য সরকারের তরফে জানানো হয়েছে এই কথা। পাশাপাশি এবার নীল সাদা রঙের পোশাকও বিলি করবে রাজ‍্য সরকার। সূত্রের খবর, এনিয়ে ইতিমধ‍্যে জেলা শাসকদের নির্দেশিকা দেওয়া হয়েছে।




যদিও রাজ‍্য সরকারের এই সিদ্ধান্তে সমালোচনা চলছে। অনেকেই এই পোশাক পরিবর্তনের বিরোধীতা করেছেন। কারো কথায়, এতে স্কুলের ঐতিহ‍্য নষ্ট হচ্ছে আবার করো যুক্তি, এতদিন পোশাকের রঙ দেখে স্কুল নির্ধারন কর গেছে এখন তা সম্ভব নয়।




বিরোধিতায় সরব হয়েছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারী সম্পাদক স্বপন মণ্ডল। তাঁর কথায়, 'বাংলার শিক্ষা সংস্কৃতির উপর দখলদারি চালাতে চাইছে রাজ্যের সরকার।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code