Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Government on Strike: ২৮ ও ২৯ মার্চ বন্‍ধ মোকাবিলায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের

২৮ ও ২৯ মার্চ বন্‍ধ মোকাবিলায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের

Nabanna




কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি (Traders union) -র ডাকে দেশজুড়ে ধর্মঘটের (nationwide strike) ২৮ ও ২৯ মার্চ বন্‍ধ। আর সেই বনধ মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। ২৮, ২৯ মার্চ অফিস (office), আদালত (court), স্কুল (school), কলেজ (college) সব খোলা থাকবে। ইতিমধ্যে নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ওই ২ দিন সরকারি কর্মচারীদের কোনও ছুটি মঞ্জুর নয়। অনুপস্থিত থাকলে একদিনের বেতন ও কর্মজীবন থেকে একদিন বাদ যাবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।



একাধিক ইস্যু সামনে রেখে ২৮ মার্চ থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য দেশজোড়া ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। সেই বনধ রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য। দেশের শ্রম কোড বাতিল, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক যারা পিএফ সুবিধার আওতায় নেই তাঁদেরকে সেই তালিকাভুক্ত করা, করোনাকালে কাজ হারানো পরিযায়ী শর্মিকদের জন্য আর্থিক সাহায্য থেকে দেশজুড়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে ডাকা হয়েছে এই বনধ।



নবান্নের নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালে ভর্তি থাকার থেকে, বাড়ির কোনও সদস্যের মৃত্যুর ক্ষেত্রে, আগে থেকে দীর্ঘ অসুস্থতার জেরে নেওয়া ছুটির ক্ষেত্রে, চাইল্ড কেয়ার লিভ, মেটারনিটি লিভ ও বাকি অন্য যে কোনও ছুটি যা ২৫ মার্চের আগে থেকে নেওয়া রয়েছে, সেইসব ক্ষেত্রে এই নির্দেশিকা লাগু হবে না। যদিও নির্দিষ্ট ক্ষেত্রের আগে থেকে নেওয়া ছুটি ছাড়া যদি কোনও সরকারি বা সরকার পোষিত সংস্থার কর্মচারীরা অনুপস্থিত থাকেন, তাহলে তাঁদেরকে পাঠানো হবে শো-কজ নোটিস। সেই নোটিসের উত্তর যদি প্রত্যাশামতো না হয় সেক্ষেত্রে কর্মীদের একদিনের বেতন কাটা যাবে এবং কর্মজীবন থেকে বাদ যাবে একটি দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code