SSC: নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই (CBI) অনুসন্ধানে নয়া মোড়! 


High Court on SSC

নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য (West Bengal)।গতকাল নবম-দশম শ্রেণির এসএসসি-র (SSC) শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে। সূত্রের খবর রাজ্যের আবেদন মঞ্জুর হয়েছে। আগামীকাল মামলার শুনানি।



প্রসঙ্গত নবম দশম শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতির আচ পেয়ে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ৭ই মার্চের মধ‍্যে শিক্ষাদপ্তরের ডেপুটি ডিরেক্টর ও সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকের তরফে সমস্ত নথিপত্র আদালতে পেশ করতে। যা সিবিআইকে হস্তান্তর করা হবে।



অভিযোগ, বেশি নম্বর পাওয়া প্রার্থীকে চাকরি না দিয়ে কম নম্বর পাওয়া ছয় প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। সোমবার সেই ৬ শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এই বেআইনি নিয়োগের ক্ষেত্রে সরকারের যা খরচ হয়েছে তা পুনরুদ্ধার করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি।



আদালত জানায় ‘এই দুর্নীতির পিছনে কারা আছে খুঁজে বের করুক সিবিআই। নেপথ্যে আর্থিক লেনদেন থাকলেও খুঁজে বের করুক। যাঁদের হাতের পুতুল সরকারি অফিসাররা, তাঁদেরও খুঁজে বের করতে হবে। এসএসসি-র চেয়ারম্যানের রিপোর্টেও তালিকার বাইরে নিয়োগের উল্লেখ।'




নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় দুর্নীতি রয়েছে বলে মনে করছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতেই তুলে দিল অভিজিৎ বন্দোপাধ‍্যায়।




প্রসঙ্গত এর আগে গ্রুপ সি ও গ্রুপ ডি মামলাতেও একি পথে হেঁটেছিলেন বিচারপতি অভিজিৎ বন্দোপাধ‍্যায়‌।