Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: নতুন সরকারে এক বছর পূর্তিতে জনসংযোগের ঘোষনা মুখ‍্যমন্ত্রী মমতার

জনসংযোগ যাত্রার ঘোষনা মুখ‍্যমন্ত্রী মমতার





Mamata Banerjee: নতুন সরকারে এক বছর পূর্তিতে জনসংযোগের ঘোষনা মুখ‍্যমন্ত্রী মমতার। আজ নজরুল মঞ্চে এ ঘোষনা দেন তিনি। 



২রা মে নতুন সরকারের এক বছর আর এই উপলক্ষে ৫ই মে থেকে শুরু হতে চলেছে জনসংযোগ যাত্রা। মমতা বন্দোপাধ‍্যায় বলেন, ‘উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) শেষ হওয়ার পর ২ মে নতুন সরকারের এক বছর। ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত হবে জনসংযোগ। ৫ মে শুরু হবে সংযোগ যাত্রা। ২১ জুলাই থেকে পুজো পর্যন্ত হবে জনসংযোগ। তৃতীয় পর্যায় হবে দিওয়ালির (Diwali) পর থেকে’, 



এদিন দলের রাজ‍্য কমিটিও ঘোষনা করেন। এছাড়াও, নজরুল মঞ্চে এদিন নাম না করে দলের একাংশকে বিঁধলেন তিনি। বিক্ষুব্ধদের দিলেন কড়া বার্তা। পাশাপাশি এদিন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের হুটহাট বিবৃতি দেওয়া নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল নেত্রী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code