Madhyamik Test Exam: 2023-র মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা কবে? জানালো পর্ষদ
করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল না রাজ্যের স্কুল গুলি। হয়নি পরীক্ষাও। ফলে বিপাকে পড়েছে পড়ুয়ারা। এরপর স্কুল খুলেছে। এবার পরীক্ষা নিয়েও বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। ষষ্ট থেকে দশম শ্রেণির পরীক্ষা ও মাধ্যমিক টেস্ট পরীক্ষার সূচি জানালো বোর্ড।নির্দিষ্টভাবে কবে কবে পরীক্ষা হবে, তা ঘোষণা করা না হলেও কতদিনের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে, তা জানিয়ে দেওয়া হল।
বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমান যারা দশম শ্রেণি পাঠরত, ২০২৩-র মাধ্যমিক পরীক্ষার্থী তাদের টেস্ট পরীক্ষা এবছর অর্থাৎ ২০২২-র নভেম্বরে হবে। আগামী ১৭ নভেম্বরের আগে মাধ্যমিকের টেস্ট নেওয়া যাবে না। তবে ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট সম্পূর্ণ করতে হবে। এককথায় এবছরের ১৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যেই নিতে হবে টেস্ট।
শুধু তাই নয় এদিন ষষ্ট থেকে দশম শ্রেণির পরীক্ষার সূচি প্রকাশ করেছে বোর্ড। তবে নির্দিষ্ট কোনঝ দিন না জানালেও কোন সময়ের মধ্যে পরীক্ষা গুলো নেওয়া হবে সেবিষয়ে অবগত করে বিজ্ঞপ্তি জারি করেছে বোর্ড।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊