জলপাইগুড়ির ঐতিহাসিক গৌরীহাটের গঙ্গা বারুনী মেলা

গৌরীহাটের গঙ্গা বারুনী মেলা



আজ গঙ্গা বারুণী স্নান। আর আজ রাজ্য জুড়ে স্নানের ঘাটে ঘাটে প্রাক বৈশাখের শেষ মেলা জমে উঠেছে । একই চিত্র জলপাইগুড়ির ঐতিহাসিক গৌরীহাটে। এখানে বয়ে যাওয়া করলা নদী উত্তরমুখী। তাই জনসাধারণের মনে বিশেষ জায়গা করে নিয়েছে করলা নদীর এই ঘাট।

জানাযায় অতি সুপ্রাচীন কাল থেকেই এই ঘাটে গঙ্গা বারুনী স্নান এবং সেই সাথে মেলার আয়োজন হয়ে আসছে।

মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে এই মেলা চলবে মোট ছয় দিন। তবে স্নান চলবে আজ এবং আগামীকাল।

ইতিমধ্যে গৌরীহাটের গঙ্গা বারুনী মেলায় পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকেই ভক্তবৃন্দ আসেন এখানে। নদীতে স্নান সেরে দই চিড়া খাবার রীতি এখানে প্রচলিত। এরপর মেলায় কেনাকাটা করে বাড়ি ফেরেন আগত পূণ্যার্থীরা ।