স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর, মৃত স্ত্রী, ধৃত স্বামী
জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন :
বৃহস্পতিবার সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ ময়নাগুড়ির উত্তর মৌয়ামারী এলাকার কলোনি পাড়া এলাকায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মৃত মহিলার নাম কানন শীল, বয়স আনুমানিক ৩৫ । প্রাথমিক অনুমান, স্বামী স্ত্রীর কলহের কারণে তার স্বামী ধারালো অস্ত্র দিয়ে মহিলাটির মাথায় আঘাত করে এবং তার ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেন ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে এবং অভিযুক্ত স্বামী হরিপ্রসাদ শীলকে গ্রেফতার করে।
ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নাগুড়ির উত্তর মৌয়ামারী এলাকার কলোনি পাড়া এলাকায় হরিপ্রসাদ শীলের বাড়ি। ময়নাগুড়ি ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় তাঁর সেলুনের দোকান রয়েছে। বাড়িতে স্ত্রী কানন শীল এবং একজন ছেলে ও মেয়ে রয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে পারিবারিক কলহ ও বচসা বাধে হরি প্রসাদ শীল এবং তার স্ত্রী কানন শীলের মধ্যে। এরপরেই বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে হরিপদ শীল তার স্ত্রীকে কোপ মারলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে কানন শীল। ঘটনাস্থলেই মৃত্যু হয় কানন শীলের।
এরপর ময়নাগুড়ি থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান। পুলিশ জানিয়েছে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। অন্যদিকে ঘটনায় অভিযুক্ত স্বামী হরিপ্রসাদ শীলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল লাগোয়া এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
2 মন্তব্যসমূহ
😱😱
উত্তরমুছুনKhub i kharap obostha
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊