কোন পাঁচটি ব্যাঙ্কে সবচেয়ে কম সুদে Home Loan পাওয়া যায়? জানুন
বিশ্বজিৎ দাসঃ
গ্রাহকদের অবশ্যই Home Loan নেওয়ার আগে সুদের হার দেখে নেওয়া উচিত। কারণ, এই সুদের হার বিভিন্ন ব্যাঙ্কে হয় বিভিন্ন রকম। যে ব্যাঙ্কে কম সুদ পাওয়া যায়, সেই ব্যাঙ্ক থেকেই গ্রাহকদের লোন নেওয়া উচিত। মাত্র 0.1 শতাংশের হেরফের হলেও মোট EMI-র হারে অনেকখানি বদল আসতে পারে। তাই আগে থেকে এই বিষয়টি জেনে রাখা প্রয়োজন।
কোন ব্যাঙ্কে সবচেয়ে কম সুদে Home Loan পাওয়া যায় ?
এই ব্যাঙ্কটির সর্বনিম্ন সুদের হার রয়েছে 6.4 শতাংশ। অন্যদিকে সর্বোচ্চ সুদের হার হতে পারে 7.25 শতাংশ। গ্রাহকের ক্রেডিট স্কোরের উপর এই সুদের হার অনেকাংশে নির্ভর করে।
এই ব্যাঙ্কটিতেও সুদের হার রয়েছে 6.4 শতাংশ থেকে । অন্যদিকে সর্বোচ্চ সুদের হার হতে পারে 7.8 শতাংশ পর্যন্ত। Home Loan-এর সুদের হার ক্রেডিট স্কোরের উপর নির্ভর করে।
Bank of Baroda-তে সর্বনিম্ন সুদের হার রয়েছে 6.5 শতাংশ। অন্যদিকে সুদের হার সর্বোচ্চ হতে পারে 7.85 শতাংশ পর্যন্ত। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, সব গ্রাহকেরা কিন্তু কম সুদের হারে লোন পান না। নানা শর্ত যদি মেলে, তবেই সর্বনিম্ন সুদের হারে এই Home Loan পাওয়া যায়।
Bank of India-তে সর্বনিম্ন সুদের হার রয়েছে 6.5 শতাংশ। অন্যদিকে সুদের হার সর্বোচ্চ হতে পারে 8.2 শতাংশ। বেশিরভাগ ব্যাঙ্কের মতোই, সর্বনিম্ন হারে সুদ পেতে গেলে এই ব্য়াঙ্কেরও নানা শর্ত রয়েছে।
এই ব্যাঙ্কে সর্বনিম্ন সুদের হার রয়েছে 6.55 শতাংশ। অন্যদিকে সর্বোচ্চ সুদের হার রয়েছে 7.1 শতাংশ। এই ব্যাঙ্কের সুবিধা হল এটির সর্বোচ্চ সুদের হারও খুব বেশি নয়। অনেক ব্যাঙ্ক মহিলা আবেদনকারীর ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊