Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাকি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ ২৭শে ফেব্রুয়ারী, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

বাকি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ ২৭শে ফেব্রুয়ারী, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের





বাকি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ ২৭শে ফেব্রুয়ারী, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের। করোনা পরিস্থিতিতে রাজ্যে তিন সপ্তাহ পিছিয়ে গিয়েছে চার পুরসভার ভোট। ১২ ফেব্রুয়ারি হবে ভোট। ভোট গণনা হবে ১৫ ফেব্রুয়ারি। এরই মধ্য়ে রাজ্যে শতাধিক বকেয়া পুরভোট ২৭ ফেব্রুয়ারি করাতে চেয়ে আদালতে প্রস্তাব দেয় রাজ্য নির্বাচন কমিশন। এরপর আজ ভোটের বিজ্ঞপ্তি জারি করা হল।



৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। ভোট গ্রহন ২৭শে ফেব্রুয়ারী। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের।



এদিকে, ২৭ ফেব্রুয়ারির পুরভোট চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে যায় বিজেপি। তাঁদের দাবি ছিল,  ‘রাজ্যে কোভিড সংক্রমণের হার কমলেও বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গে করোনার প্রকোপ খুবই বেশি।এর পরিপ্রেক্ষিতে আপাতত ভোট পিছিয়ে দেওয়াই উচিত।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code