Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাত ২টোয় শুরু বিধানসভার বাজেট অধিবেশন! নয়া ইতিহাস তৈরি হবে - জানালেন রাজ্যপাল

রাত ২টোয় শুরু বিধানসভার বাজেট অধিবেশন! নয়া ইতিহাস তৈরি হবে - জানালেন রাজ্যপাল 


বিধানসভার বাজেট অধিবেশন



রাজ্যের ইতিহাসে এককথায় নজিরবিহীন ঘটনা।  রাজ্যপাল জগদীপ ধনখর (Governor Jagdeep Dhankhar) আগামী ৭ মার্চ বৃহস্পতিবার রাত ২টোয় বিধানসভার বাজেট অধিবেশন (Budget Session Of The Assembly) শুরুর কথা ঘোষণা করেছেন। 

রাজ্যপাল জানিয়েছেন তিনি কেবলমাত্র বিধানসভা অধিবেশন আহ্বান করার মন্ত্রিসভার সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। ট্যুইট বার্তায় লেখেন, "সংবিধানের ১৭৪ (১) অনুচ্ছেদের মেনে বিধানসভার বাজেট অধিবেশন ডাকা হল, মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে নিয়ে ২০২২ সালের ৭ মার্চ রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। মধ্য়রাতের পর রাত ২টোয় অধিবেশন ডাকা অস্বাভাবিক এবং এটাতে নয়া ইতিহাস তৈরি হবে। তবে এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত।"


কিন্তু তাই বলে রাত দুটোয় ! এমন ঘটনা রাজ্যের ইতিহাসে এর আগে হয়েছে বলে জানা নেই ।


ট্যুইট বার্তায় রাজ্যপাল আরও বলেন, "বিধানসভার অধিবেশন শুরুর সময়টিকে অদ্ভুত বলে মনে করেছিলেন। তাই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য মুখ্যসচিবকে দুপুরের আগে দেখা করতে বলেছিলেন। মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করতে না পারায় মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে নিয়েছি।"


আসলে নবান্নের পাঠানো নথিতে ভুল করে রাত ২ টোর কথা লেখা হয়েছে। A.M. ও P.M.-এর সমস্যাতেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। নবান্নের নথিতে প্রথমে দুপুর ২ টো (2 PM) উল্লেখ করা হলেও শেষের দিকে লেখা হয়েছে রাত ২ টো (2 AM)। আর সেই ভুলটাই হাতিয়ার করেছেন রাজ্যপাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code