লতা মঙ্গেশকরের শেষকৃত্যে হাজির হয়ে তীব্র কটাক্ষের শিকার শাহরুখ- পাশে দাঁড়ালেন উর্মিলা
মুম্বই, ৭ ফেব্রুয়ারি: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শেষকৃত্যে হাজির হয়ে তীব্র কটাক্ষের শিকার শাহরুখ খান। বিজেপির এক নেতার অভিযোগ লতাজির মরদেহের সামনে দোয়া করতে গিয়ে এসআরকে থুতু ছিটিয়েছেন।
আসলে লতাজির প্রতি দোয়া করতেই ইসলাম ধর্ম মেনে প্রার্থনা করেছেন বলে শাহরুখের প্রশংসাও করেন অনেকে। এই বিষয়ে শাহরুখের পাশে দাঁড়ান ঊর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar)।
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ( Lata Mangeshkar) মৃত্যুতে শাহরুখের (Shah Rukh Khan) দোয়া নিয়ে বিতর্কের প্রসঙ্গ উঠতেই মুখ খোলেন ঊর্মিলা মাতন্ডকর। তিনি বলেন, লতাজির জন্য প্রার্থনা করতে গিয়ে শাহরুখকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক। এমন একজন মানুষকে আক্রমণ করা হচ্ছে, যিনি আন্তর্জাতিক আঙ্গিনায় ভারতের নাম উজ্জ্বল করেছেন। রাজনীতি এত নীচে নেমে গিয়েছে, তা ভাবতে অবাক লাগে বলে শাহরুখের সমালোচনাকারীদের একহাত নেন ঊর্মিলা মাতন্ডকর।
প্রসঙ্গত ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের মৃত্যুর পর ম্যানেজার পূজা দাদলানিকে (Pooja Dadlani) সঙ্গে নিয়ে প্রয়াত গায়িকাকে শেষ শ্রদ্ধা জানান শাহরুখ খান।
1 মন্তব্যসমূহ
Actually our country has been rulled by illiterate persons
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊