U19 WC Final: পঞ্চমবার অনুর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারত




যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ইংল‍্যান্ড। খেতাবি লড়াইয়ের ম‍্যাচে প্রথম ব‍্যাট করতে মাঠে নামে ইংল‍্যান্ড। যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট টিমের হয়ে প্রথম বল করতে আসেন রাজবর্ধন হাঙ্গারগেকর। এদিন টস হারলেও ইংল‍্যান্ড শিবিরকে শুরু থেকেই আঘাত হানা শুরু করে টিম ইন্ডিয়া। অবশেষে টান টান উত্তেজনার ম‍্যাচে ইংল‍্যান্ডকে হারিয়ে পঞ্চমবার অনুর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারত। 



ভারতীয় বোলারদের দাপটে ১৮৯ রানে অল আউট হয়ে যায় ইংল‍্যান্ড। এই স্কোর তুলে আটবার ফাইনালে উঠে পাঁচবার জয় লাভ করলো ভারত। এদিন ম‍্যাচের দ্বিতীয় ওভারেই ইংল‍্যান্ডকে আঘাত হানে রবি।  তুলে নেন এক ওপেনারকে। নিজের পরের ওভারে ফের আঘাত হানেন রবি। ৪ ওভারের মধ্যেই ১৮ রান বোর্ডে তুলতেই ২ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। অধিনায়ক টম প্রেইস্ট খাতা খোলার আগেই রবির বলে ফিরে যান। এরপর মিডল অর্ডারে পরপর আঘাত হানেন রাজ বাওয়া। যার জেরে ৬১ রান বোর্ডে তুলতেই ৬ উইকেট হারিয়ে নেয় ইংল্যান্ড।ইংল্যান্ডের তরুণ বাঁহাতি জেমস রিউ ও জেমস সিলস মিলে লম্বা পার্টনারশিপ গড়ে তোলেন। সিলস ৩৪ রানে অপরাজিত থাকলেও রিউ ৯৫ রানে রবির বলে ক্যাচ আউট হয়ে ফেরেন।শেষ পর্যন্ত ৪৪. ৫ ওভারে ১৮৯ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 





১৯০ রান তাড়া করতে নেমে ৪৭.৪ ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। প্রথমে বল হাতে রাজ বাওয়া, রবি কুমারদের দাপট। এরপর ব্যাট হাতে দুর্দান্ত  রানের ইনিংস খেললেন শাইক রশিদ। অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেললেন নিশান্ত সিন্ধু।