Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের ডুয়ার্সের জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় দুই মহিলার মৃত্যু, আহত ১

ফের ডুয়ার্সের জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় দুই মহিলার মৃত্যু, আহত ১



ফের ডুয়ার্সের জঙ্গলের ভিতরে ঢুকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় দুই মহিলার মৃত্যু, আহত ১



জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন :: 

জঙ্গলে জ্বালানী কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমনে নিহত হন দুইজন ও গুরুতর আহত হয়েছেন আর একজন। ঘটনাটি ঘটেছে বুধবার জলপাইগুড়ি মালবাজারের গরুমারা সাউথ রেঞ্জের এলাকায়।নিহত দুইজনের নাম ববিতা ওরাও (৩৫), স্বামী ফুলচাঁদ ওরাও ও মফিজা খাতুন (৪৭).স্বামী জামিরুদ্দীন গুরুতর আহত হলেন নুরজাহান বেগম।তিনি উত্তরবঙ মেডিকাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।নিহত ও আহতরা নেটেলী ব্লকের দক্ষিন ধুপঝোরা এলাকার মুচিপাড়ার বাসিন্দা।




জানা গেছে তিনজন মহিলা গরুমারা জঙলে জ্বালানী কাঠ সংগ্রহ করতে গেলে হাতির সামনে পড়ে যান। হাতি ববিতা ওরাও ও মফিজা খাতুনকে মেরে ফেলে। হাতির আক্রমনে আহত হন নুরজাহান বেগম। মেটেলী থানার পুলিশ মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে।বনদপ্তর সুত্রে জানা গেছে যেহেতু সংরক্ষিত জঙলের ভিতর মৃত্যু হয়েছে,তাই কোন ক্ষতিপূরন পাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code