রাজ‍্য সরকারের ঘোষনা মতো শুরু হল পাড়ায় শিক্ষালয়

পাড়ায় শিক্ষালয়


আজ থেকে রাজ‍্য সরকারের ঘোষনা মতো শুরু হল পাড়ায় শিক্ষালয়। করোনার জেরে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর নবম থেকে দ্বাদশের ক্লাস আরম্ভ হলেও ছোটো ক্লাসের ক্লাস হয়নি। এই পরিস্থিতিতে এবার সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ের ঘোষনা দেয় রাজ‍্য সরকার। 


পাড়ায় পাড়ায় গ্রুপ করে করে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পড়াবে বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদিকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলেছে স্কুল। 


পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে আজ বেশ আগ্রহ দেখা গেল শিক্ষার্থীদের। বহুদিন পর বিদ‍্যালয়ের হালকা ছোয়া, ক্লাসমেটদের সাথে হই হুল্লোর করে পড়াশুনার আমেজে বেশ খুশি ছাত্রছাত্রীরা। 


আগ্রহ দেখা গেল শিক্ষক শিক্ষিকাদের মধ‍্যে। আজ রাজ‍্যের বিভিন্ন প্রান্তে চালু হওয়া পাড়ায় শিক্ষালয় প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষার্থীদের সহযোগিতা করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।