Latest News

6/recent/ticker-posts

Ad Code

Today News: চলন্ত স্কুটিতে হঠাৎ আগুন, অল্পেতে বাঁচল মহিলার প্রাণ

Latest News: চলন্ত স্কুটিতে  হঠাৎ আগুন, অল্পেতে বাঁচল মহিলার প্রাণ 

Today News



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোলঃ 

চলন্ত স্কুটিতে হটাৎ আগুন,এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত বুধা এলাকায় এক চলন্ত স্কুটিতে হটাৎ আগুন লেগে যায়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এক মহিলা স্কুটি নিয়ে যাচ্ছিলো। ঠিক ওই সময় চলন্ত অবস্থায় হটাৎ আগুন লেগে যায় স্কুটিতে। সেই মুহূর্তে মহিলা স্কুটি ছেড়ে পালিয়ে যায়।

পলক ঝাপটাতেই আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই স্কুটি টি। যদিও সেই সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও বিফল হয়ে যায়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশে ও দমকল কে খবর দেওয়া হলে ততক্ষন আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ওই স্কুটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code