Group D মামলায় CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের




High Court on SSC



Group D মামলায় CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ Group D মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল। 


টালমাটাল গ্রুপ ডি নিয়োগ। এর আগে এই মামলায় সিবিআই নির্দেশ দিলে পরে ফের মামলা হয়। তখন উচ্চ পর্যায়ে কমিটিকে তদন্তের দায়িত্ব ভার দেওয়া হয়। কিন্তু তদন্ত রিপোর্ট সময়মতো জমা না করায় এবার ক্ষুব্ধ আদালত। 



আদালত সূত্রে খবর, কেন কমিটি রিপোর্ট পেশ করতে পারল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কী? ২ মাস হয়ে গেলেও অনুসন্ধানের ক্ষেত্রে কোনও কার্যকর পদক্ষেপ কমিটি করেছে বলে আদালত মনে করছে না। এরপরই বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ১৬ মার্চ, বেলা ১২টার মধ্যে এ নিয়ে রিপোর্ট পেশ করবে সিবিআই। 
 


সিঙ্গল বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, আজকের মধে সিবিআই এর আগে নিযুক্ত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের সঙ্গে যোগাযোগ করে সব নথি সংগ্রহ করবে। কাল সকালে সিবিআইকে আদালতে জানাতে হবে, তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে কী করেছে।