ইউক্রেনের বাঙ্কারে বা মেট্রোতে দিনকাটছে আসানসোলের ছাত্রী সালহীনের- মেয়ের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে বাড়ির লোক
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- মাত্র ৬ সেকেন্ডের একটা ভিডিও তে বোঝা যাচ্ছে কতো ভয়ংকর পরিস্থিতি এখন ইউক্রেনে। ভিডিওটি পাঠিয়েছে আসানসোলের ছাত্রী সালহীন। যে এখন মেডিকেল পড়ার জন্য ইউক্রেনে। কিন্তু ইউক্রেন তো অনেক দূর, চলছে মহাযুদ্ধ আর মহাযুদ্ধের আজ চতুর্থ দিন। আসানসোল উত্তর থানার রেলপারের ওকে রোড এলাকার বাসিন্দা সাজিদ আক্তারের মেয়ে সালহীন সাজিদ ইউক্রেনে মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে । মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্রী সালহীন রয়েছে ওখানে হোস্টেলে ,যুদ্ধ পরিস্থিতি তে চিন্তায় রয়েছে তার পরিবার।
সঠিক ভাবে যোগাযোগ করতে পারছে না মেয়ের সাথে,পরিবারের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান সালহীনের বাবা সাজিদ আক্তার। আসানসোলের ওকে রোডের বাসিন্দা সাজিদ আক্তারের চোখ যেন টিভি আর মোবাইল থেকে সরছেই না। গতকাল কথা হয়েছিলো মেয়ে সালহীনের সাথে। ভয়ঙ্কর পরিস্থিতি অথবা নেটওয়ার্কের কারণে হয়তো আজ আর কথা হয়নি।
সালহীন জানিয়েছে দিনের বেলা ফ্ল্যাটে থাকলেও রাতের আশ্রয় বাঙ্কার বা মেট্রো তে। তাও আবার অনেক ভিড়ে নিরাপদ আশ্রয়ে গাদাগাদি করে অনেকেই রয়েছে প্রাণ বাঁচাতে।
ডাক্তারি পড়তে পাঠিয়েছেন একমাত্র কন্যাকে। মেডিকেলে দ্বিতীয় বর্ষের ছাত্রীসে। যদিও ইউক্রেন শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশের দেশ আর সেই কারণে সেখানে পড়ার জন্য পাঠিয়েছিল পরিবার। সব ঠিকঠাক থাকলেও হটাৎ যুদ্ধ বাঁধার কারণে এখন ভয়ংকর পরিস্থিতি ইউক্রেন। কে জানতো এমন ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।এখন শুধু ই চিন্তা কখন ফিরবে মেয়ে। সালেহীনের বাবা মা এখন তাকিয়ে আছে স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকারের দিকে।
এভাবেই বাঙ্কারে বা মেট্রোতে দিনকাটছে আসানসোলের ছাত্রী সালহীনের- মেয়ের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে বাড়ির লোক pic.twitter.com/lerxIc0kPW
— SangbadEkalavya (@sangbadekalavya) February 27, 2022
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊