Russia Ukraine War: যুদ্ধ নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের



ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণকে ভয়ঙ্কর বলে উল্লেখ ট্রাম্পের। রাশিয়া-ইউক্রেন সংঘাতে উত্তরসূরি জো বাইডেনের (Joe Biden_) ভূমিকার তীব্র সমালোচনা করলেন (Donald Trump)।



আমেরিকার উস্কানিতেই যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে বলে দাবি কূটনীতিকদের একাংশের এবং রাশিয়ার যদিও একাধিক নিষেধাজ্ঞা জারি করলেও সেনা পাঠানো থেকে বিরত থেকেছেন বাইডেন।



ফ্লোরিডার সভা থেকে এ নিয়ে মুখ খোলেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘ইউক্রেনের উপর রাশিয়ার হামলা ভয়ঙ্কর। এই তাণ্ডব এবং নৃশংসতা ঘটতে দেওয়াই উচিত হয়নি। কখনও এমনটা হতে দেওয়া উচিত ছিল না। ইউক্রেনের সাধারণ মানুষের জন্য প্রার্থনা করছি আমরা।’’




ট্রাম্পের কথায়, ‘‘অত্যন্ত দুঃখের বিষয়। বাইডেনকে ঢোল বানিয়ে বাজিয়ে যাচ্ছেন পুতিন। এই দৃশ্য মোটেও মধুর নয়।’’


চোখের সামনে সব হতে দেখেও বাইডেন পুতিনকে আটকানোর কোনও চেষ্টা করেননি বলে অভিযোগ ট্রাম্পের। তার কথায় তিনি থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না।