Ad Code

Paray Shikhalay: এবার পাড়ায় শিক্ষালয়ে অনলাইনে জানাতে হবে উপস্থিতি

এবার পাড়ায় শিক্ষালয়ে অনলাইনে জানাতে হবে উপস্থিতি

Paray Shikhalay



এবার থেকে পাড়ায় শিক্ষালয়ে ছাত্র ছাত্রী দের দৈনিক উপস্থিতি অ্যাপের মাধ্যমে দিতে হবে। এই নিয়ে ইতিমধ্যে গাইডলাইনও প্রকাশিত হয়েছে।

গাইডলাইনে বলা রয়েছে http://parayshikshalaya.in/  OR https://school.appgrid.in  এই ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাপ ডাওনলোড করতে হবে। এরপর অ্যাপটি ইন্সটল করার পর আপনার মোবাইলে অ্যাপটি ওপেন করতে হবে।

অ্যাপে নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। গাইডলাইনে বলা হয়েছে- "অনুগ্রহ করে মনে রাখবেন শুধুমাত্র একজন ব্যবহারকারী থাকবেন যিনি প্রতি কমিউনিটি সেন্টারে রিপোর্ট ইনপুট করবেন।" 

এছাড়াও বলা হয়েছে UDISE কোড ইনপুট করার সময় দয়া করে সতর্ক থাকুন, ভুল UDISE কোড হয় ইনপুট করলে অন্য স্কুলের সাথে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে। 

এরপর লগ ইন করে যাবতীয় তথ্য সেখানে ইনপুট করতে হবে, যেমন-
  • শিক্ষক-শিক্ষার উপস্থিতি 
  • ছাত্রছাত্রীদের উপস্থিতি 
  • দৈনন্দিন বিভিন্ন   কর্মসূচীর বিবরণ প্রভৃতি। 

একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code