Latest News

6/recent/ticker-posts

Ad Code

Newton’s Apple Tree : মনে আছে নিউটনের সেই আপেল গাছের কথা ! ঝড়ে উপড়ে পড়লো সেই গাছ

মনে আছে নিউটনের সেই আপেল গাছের কথা ! ঝড়ে উপড়ে পড়লো সেই গাছ 

iconic tree
Newton’s Apple Tree


মহাকর্ষ সূত্র অনুসারে মহাবিশ্বের দুটি বস্তূ পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তূ দুটির ভরের সমানুপাতিক হয় অর্থাৎ ভর বেশী হলে আকর্ষণ বল বেশী হবে এবং বস্তূ দুটির দূরত্বের ব্যাস্তানুপাতি অর্থাৎ দূরত্ব বেশী হলে আকর্ষণ বল কম হবে।

আপেল পৃথিবীর অনেক কাছে রয়েছে তাই, পৃথিবী আপেলটিকে অনেক বেশী বলে আকর্ষণ করতে পারে এটার নাম অভিকর্ষ। তাই আপেল পৃথিবীপৃষ্ঠে পড়ে।


আর এই মহাকর্ষের সাথে যেনো ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে আপেল। আসলে গাছ থেকে একটি আপেল এসে মাথায় পড়ার পরই স্যার আইজ্যাক নিউটনের চিন্তা মোড় নেয়, আবিষ্কার হয়েছিলো মহাকর্ষ সূত্রের।

iconic tree
Newton’s Apple Tree


সেই আপেল গাছটি এতদিন ছিল ক্যামব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে। কিন্তু দুঃখের খবর ঝড় ইউনিসের তাণ্ডবে গাছটি উপড়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


iconic tree
Newton’s Apple Tree

বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর ড. স্যামুয়েল ব্রোকিংটন বলেন, ১৯৫৪ সালে গাছটি লাগানো হয়েছিল। তবে ছত্রাকের আক্রমণে আগে থেকেই কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল আপেল গাছটি। গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঝড়ের কারণে এটি পড়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code