Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাওবাদীদের নামে খুনের হুমকি দিয়ে চিঠি প্রধান শিক্ষিকাকে

মাওবাদীদের নামে খুনের হুমকি দিয়ে চিঠি প্রধান শিক্ষিকাকে




রঞ্জিত ঘোষ, বাঁকুড়া:-

মাওবাদীদের নামে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি প্রধান শিক্ষিকাকে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার বিষ্ণুপপুরের শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুল । এদিষ রাতে ওই স্কুলেরই প্রধান শিক্ষিকা মধুমিতা কুন্ডুর হাতে আসে জনেক কিষান মান্ডির নামে পাঠানো চিঠিটি । এতে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে ।এতে বাংলা ও ইংরেজিতে উল্লেখ রয়েছে ২৮ফেব্রুয়ারী তোলা ও ঘুষ নেওয়ার জন্য মুণ্ডু নেওয়া হবে রাত্রি দেড়'টায়। 'maoist' আর এই ঘটনাকে কেন্দ্র তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রধান শিক্ষিকার পরিবারের মধ্যে ।




কিষান মান্ডি, কৌশল্যা খড়গপুর,পশ্চিম মেদিনীপুর, ৭২১৩০১ ঠিকানা থেকে স্পিড পোস্টের মাধ্যমে শিক্ষিকার স্কুলের ঠিকানায় পাঠানো হয় চিঠিটি ।




তবে এই প্রথমবার নয় এর আগেও তাকে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া চিঠি দেওয়া হয়েছে বলে দাবি, প্রধান শিক্ষিকা মধুমিতা কুন্ডুর। তিনি আরো বলেন, আমি গত ১৮তারিখ স্কুলে গেলাম সেখানে এক কর্মীর থেকে খবর পাই আমার নামে একটা চিঠি এসেছে, পরে চিঠিটি পড়ে দেখলাম এতে বাংলা ও ইংরেজিতে লেখা রয়েছে 28/02/22 at 1:30 A.M.

I have to murder, because you have Bribe and money. 'Maoist'




এ বিষয়ে মধুমিতা কুন্ডুর স্বামী বলেন, চিঠিটি মেদিনীপুর থেকে পোস্ট করা হয়েছে ২নং কাউন্টার থেকে ।প্রথমবার চিঠি আসায় ব্যাপারটাকে তেমন একটা গুরুত্ব দিইনি,কিন্তু এভাবে বারবার মাওবাদী নামাঙ্কিত চিঠি আসতে থাকায় দুশ্চিন্তা তো হচ্ছেই ।

ঘটনাটি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code