Latest News

6/recent/ticker-posts

Ad Code

KCF এর সহযোগিতায় অসহায় মানুষদের রাতের আহার তুলে দিলেন নয়ারহাট থানার আইসি আনন্দ সাহা

KCF এর সহযোগিতায় অসহায় মানুষদের রাতের আহার তুলে দিলেন নয়ারহাট থানার আইসি আনন্দ সাহা






"খুশির ছোঁয়া ফাউন্ডেশন"- এর মধ্য দিয়ে, অসহায় মানুষদের হাতে রাতের আহার তুলে দেওয়ার ও তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে এলেন দিনহাটা, নয়ারহাট থানার বড়ো বাবু আনন্দ সাহা।




দিনহাটা, নয়ারহাট থানার বড়ো বাবু আনন্দ সাহার আইনগত ভাবে সমাজের প্রতিটা মানুষের পাশে থাকার সাথে সাথে সমাজের অসহায় মানুষদের স্বার্থে সমাজ কল্যাণ মূলক কাজের সঙ্গেও ওতোপ্রোত ভাবে জড়িত রয়েছেন। তিনি বিভিন্ন উপলক্ষ্যের পাশাপাশি উপলক্ষ্য ব্যতীতও একাধিক বার দিনহাটার একটি অত্যন্ত পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন "খুশির ছোঁয়া ফাউন্ডেশন- KCF"- এর মধ্য দিয়ে এগিয়ে এসেছেন সমাজের অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। সেরূপ আজও "আনন্দ সাহা "র কোনো রকম উপলক্ষ্য ব্যতীতই "KCF" মারফৎ এগিয়ে এলেন দিনহাটা শহরের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রায় দুই শতাধিক অসহায় মানুষদের হাতে রাতের আহার তুলে দেওয়ার মধ্যে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে।



" আনন্দ সাহা" র কর্তৃক গৃহীত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন টিম "KCF"- এর সভাপতি রোহিত ইসলাম ও সম্পাদক দীপক বর্মন। তারা জানান যে, স্যার একাধিক বার তাদের টিমের মধ্য দিয়ে অসহায় ও দরিদ্র মানুষদের পাশে থেকেছেন, তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। স্যারের গৃহীত উদ্যোগের অংশীদার হতে পেরে এবং স্যারের সান্নিধ্যে থাকতে পেরে তারা ভীষণ আপ্লুত। টিম "KCF", " আনন্দ সাহা" ও তার মানব দরদী মানসিকতাকে কুর্নিশ জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code