Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2022 MEGA AUCTION: মোস্ট ওয়ান্টেড ইন্ডিয়ান প্লেয়ার শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় কিনল KKR

IPL 2022 MEGA AUCTION: মোস্ট ওয়ান্টেড ইন্ডিয়ান প্লেয়ার শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় কিনল KKR


Shreyas Iyer




মোস্ট ওয়ান্টেড ভারতীয় ব্যাটার, যিনি একজন অধিনায়কের বিকল্পও হতে পারেন - শ্রেয়াস আইয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) 2022 মেগা নিলামে 12.25 কোটিতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে বিক্রি হয়েছে।




বর্তমান লটের সবচেয়ে আলোচিত খেলোয়াড়দের মধ্যে একজন, ঋষভ পন্তকে অধিনায়ক হিসেবে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ার পরে দিল্লি ক্যাপিটালস (ডিসি) 4 নম্বর ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছিল।



আজ চলছে আইপিএল ২০২২-র মেগা নিলাম। নিলামে ১২.২৫ কোটি টাকায় আইয়ারকে কিনল কেকেআর। মনে করা হচ্ছে কলকাতার হয়ে বেশ ভালো পারফরম‍্যান্স মেলে ধরবে শ্রেয়স। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code