Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বের ১ নাম্বার দাবারু ম্যাগনাসকে হারিয়ে দিলেন ভারতের বিস্ময় বালক প্রজ্ঞাননন্দ

বিশ্বের ১ নাম্বার দাবারু ম্যাগনাসকে হারিয়ে দিলেন ভারতের  বিস্ময় বালক প্রজ্ঞানন্দ 

Praggnanandhaa



অললাইন রাপিড দাবা টুর্নামেন্ট এয়ারথিংস মাস্টার্স-এ ১৬ বছরের ভারতের বিস্ময় বালক প্রজ্ঞাননন্দ রমেশ (Praggnanandhaa Ramesh) হারিয়ে দিলেন বিশ্বের একনম্বর ম্যাগনাস কার্লসেনকে ( Magnus Carlsen)।






তাড়াশ ভ্যারিয়েশনে প্রজ্ঞাননন্দ মাত্র ৩৯ চালে মাত করে দেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ুকে। তা-ও আবার কালো ঘুঁটি নিয়ে। টানা তিনটে স্ট্রেট জয়ে প্রজ্ঞানন্দের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন কার্লসেন। তবে ভারতীয় গ্র্যান্ডমাস্টারের কাছে টানা জয় ধরে রাখতে পারেননি নরওয়ের কিংবদন্তি গ্রান্ডমাস্টার।




ভারতীয় গ্রান্ডমাস্টার প্রজ্ঞাননন্দ আট রাউন্ডের পরে আট পয়েন্ট নিয়ে যৌথ 12তম স্থানে রয়েছে। কার্লসেনের বিপক্ষে তার দর্শনীয় জয়টি আগের রাউন্ডে একটি মাঝারি রানের পরে আসে, যার মধ্যে লেভ অ্যারোনিয়ানের বিরুদ্ধে একক জয়, দুটি ড্র এবং চারটি পরাজয় অন্তর্ভুক্ত ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code