Paray Shikshalaya: কতদিন চলবে পাড়ায় শিক্ষালয়? 





উন্মুক্ত প্রাঙ্গনে পাড়ায় শিক্ষালয় খতিয়ে দেখেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। চেতলা এলাকায় ফিরহাদ হাকিমের এলাকার পড়ুয়ারা পড়তে আসেন আর সেখানেই এসে তিনি জানিয়ে দিলেন কতদিন চলবে পাড়ায় শিক্ষালয়। তিনি জানান, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন চলবে পাড়ায় শিক্ষালয়। 

শান্তিনিকেতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'শান্তিনিকেতনেও তো গাছের তলায় পড়াশোনা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করে গিয়েছিলেন। প্রকৃতির মাঝখানে পড়াশোনা করার মতো আনন্দ আর কিছুতে নেই।’‌




তিনি বলেন, 'গাছতলায় পড়াশুনা থেকে আমরা কাঠ–সিমেন্ট দিয়ে পড়াশোনা শুরু করলাম। তার আগে তো এমনভাবেই পড়াশোনা হতো। এটা একটা আলাদা আনন্দ আছে। কিছুদিন উপভোগ করুক। আমাদের অ্যাডভাইজারি কমিটি রয়েছে, যাঁরা কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, তাঁরা বললে সেই বুঝে সিদ্ধান্ত হবে।’‌



আজ থেকে রাজ‍্য সরকারের ঘোষনা মতো শুরু হল পাড়ায় শিক্ষালয়। করোনার জেরে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর নবম থেকে দ্বাদশের ক্লাস আরম্ভ হলেও ছোটো ক্লাসের পঠন-পাঠন শুরু হয়নি। এই পরিস্থিতিতে এবার সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ের ঘোষনা দেয় রাজ‍্য সরকার। পাড়ায় পাড়ায় গ্রুপ করে করে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পড়াবে বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। 

এদিকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলেছে স্কুল। পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে আজ বেশ আগ্রহ দেখা গেল শিক্ষার্থীদের। বহুদিন পর বিদ‍্যালয়ের হালকা ছোয়া, ক্লাসমেটদের সাথে হই হুল্লোর করে পড়াশুনার আমেজে বেশ খুশি ছাত্রছাত্রীরা। আগ্রহ দেখা গেল শিক্ষক শিক্ষিকাদের মধ‍্যে। আজ রাজ‍্যের বিভিন্ন প্রান্তে চালু হওয়া পাড়ায় শিক্ষালয় প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষার্থীদের সহযোগিতা করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।