Anis Khan: মীনাক্ষী মুখার্জী সহ ১৬ জনকে নিশর্তে মুক্তির দাবি জানিয়ে থানায় স্মারকলিপি প্রদান




রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-

সি.পি.আই.এম এবং তার সমস্ত গণ সংগঠনের পক্ষ থেকে আনিস খান হত্যার খুনিদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়ে এবং রাজ্যের যুব সভানেত্রী মীনাক্ষী মুখার্জী সহ ১৬ জনকে নিশর্তে মুক্তির দাবি জানিয়ে সহ পুর ভোটে তৃণমূল দুষ্কৃতীদের সন্ত্রাস ও ভোট লুটের বিরুদ্ধে পুলিশ প্রশাসকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সোমবার সালানপুর ঘেরাও করা হয়,পাশাপাশি থানায় লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

এই প্রসঙ্গে সিপিএম কর্মী আবির ঘোষ বলেন রাজ্যে এখন সন্ত্রাসের সরকার চলছে।দিকে দিকে শুধুমাত্র অত্যাচার করছে শাসক দল।সবাই দেখলো কিভাবে পুলিশ রাজ্য যুব সভানেত্রী সহ ১৬জনকে গ্রেপ্তার করলো। এদিন তৃণমূলের নেতারা নারদা সারদা করে মানুষের টাকা লুঠ করলো তখন কিছু না আর আনিস খানের খুনি দের গ্রেপ্তারের দাবি জানাতে গেলে পুলিশ গ্রেপ্তার করে।

এদিন উপস্থিত ছিলেন সি পি আই এম নেতা আবির ঘোষ সহ রঞ্জিত সরকার,মেঘনাথ ব্যানার্জি,অশোক ব্যানার্জি, শিপ্রা মুখার্জি সহ আরো অনেকে।