Latest News

6/recent/ticker-posts

Ad Code

BSNL Recharge Plans: ২২ টাকায় বাজিমাৎ- ৯০ দিনের ভ্যালিডিটি , জেনে নিন ১০০ টাকার নীচে একাধিক প্ল্যান

BSNL Prepaid:  ২২ টাকায় বাজিমাৎ- ৯০ দিনের ভ্যালিডিটি 

BSNL Prepaid


সম্প্রতি বিভিন্ন নেটওয়ার্ক প্রিপেইড রিচার্জের খরচ বৃদ্ধি করেছে। কিন্তু  এই সময়েই একাধিক কম দামের সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে West Bengal BSNL টেলিকম।

BSNL এর  সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান হল ২২ টাকার। এতে টানা ৯০ দিনের ভ্যালিডিটি পাবেন৷ এই ভয়েস ভাউচারে, সমস্ত লোকাল এবং STD কলের জন্য গ্রাহকদের প্রতি মিনিটে ৩০ পয়সা চার্জ করা হয়।

BSNL-এর ৮৮ টাকার প্রিপেড প্ল্যানেও ৯০ দিন ভ্যালিডিটি পাবেন। সেকেন্ড ০.৮ পয়সা হারে স্থানীয়/এসটিডি কল করা যাবে। BSNL-এর ১৯৮ টাকার প্ল্যানে ৫০ দিনের জন্য ২GB/দিন ডেটা পাবেন।


এর পাশাপাশি বিএসএনএলের ৭৫ টাকা এবং ৯৪ টাকার প্রিপেড প্ল্যানও রয়েছে। এতে যথাক্রমে ৫০ দিন এবং ৭৫ দিনের ভ্যালিডিটি পাবেন। ৭৫ টাকার প্ল্যানে ২ জিবি ডেটা এবং ৯৪ টাকার প্ল্যানে ৩ জিবি ডেটা পাবেন। উভয় প্ল্যানেই কল করার জন্য ১০০ মিনিটের অফার রয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code