পৌর নির্বাচন Live Update- একনজরে 


জলপাইগুড়ির একটা বুথের চিত্র




জলপাইগুড়িঃ

করোনা বিধি মেনেই সকাল সাতটা থেকে শুরু হলো জলপাইগুড়ি পৌরসভার 25 টি আসনের জন্য ভোট গ্রহণ।

জলপাইগুড়ির একটা বুথের চিত্র
জলপাইগুড়ির একটা বুথের চিত্র 

শীতের আমেজ থাকায় কিছুটা ধীরে চলছে ভোট গ্রহণের প্রক্রিয়া।

এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই জলপাইগুড়ি পৌর সভা নির্বাচনকে ঘিরে। যদিও ১২ নম্বর ওয়ার্ডের 17 নম্বর বুথে মেশিন খারাপ হয়েছিল। পরে দ্রুত ঠিক হয়ে ভোট প্রক্রিয়া শুরু হয়ে যায় ।


কোচবিহারঃ 

রবীন্দ্রনাথ ঘোষ

ভোট দিলেন কোচবিহার ৮ নং ওয়ার্ডের  তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ । 


তুফানগঞ্জঃ এদিকে তুফানগঞ্জে বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়- ৮ নম্বর ওয়ার্ডে পোলিং এজেন্টকে মারধর করা হয়। তবে পরবর্তীতে পোলিং এজেন্টকে বসানোর ব্যবস্থা করা হয়।

সাত নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্ট গোবিন্দ শীল, বুথের ভেতর থেকে তিনি নিখোঁজ বর্তমানে মোবাইল সুইচ অফ বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে বিজেপি ।