ফেসবুক জুড়ে চলছে কৃষ্ণ নাম। তবে শুধু হরে কৃষ্ণই নয় তার সঙ্গেই রয়েছে ১১৭৬। কেউ জানাচ্ছেন তিনবার লিখলেই চমৎকার ঘটেছে জীবনে। আর কেউবা লিখে অপেক্ষায় রয়েছে ভালোও কিছুর আশায়।
কিন্তু অনেকেই বুঝতে পারছে না কি এই ১১৭৬ এর মহিমা। অথচ ট্রেন্ডিং হয়ে উঠেছে এই চার সংখ্যার ম্যাজিক নাম্বার।
যারা এই 1176 Hare Krishna লিখে শেয়ার করছেন তাদের মধ্যে কারোর যুক্তি এটা লেখা মানেই আপনি ভাগ্যবান হতে পারেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই মিলতে পারে সুখবর। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন তারা নাকি এই Hare Krishna লিখে সুখবরও পেয়েছেন। আর সেই থেকেই একজনের সঙ্গে সঙ্গেই আরও অনেকে এই কৃষ্ণ নাম শেয়ার করতে শুরু করেন।
জানাগেছে, হরে কৃষ্ণ মহামন্ত্র হল ১১৭৬ শব্দের একটি মন্ত্র যা রঘুনন্দন ভট্টাচার্য রচিত কলি-সন্তরণ উপনিষদে বর্ণিত এবং যা ষোড়শ শতাব্দীর সময় থেকে চৈতন্য মহাপ্রভুর শিক্ষণের মাধ্যমে ভক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মন্ত্রটি পরম সত্তার তিনটি সংস্কৃত নাম দ্বারা রচিত ।
সাধারণের বিশ্বাস কেউ মন্ত্রটি না বলে হরে কৃষ্ণ বা রাধা কৃষ্ণর আগে ১১৭৬ পাঠ করে তাহলে সেই ব্যক্তি সিদ্ধি লাভ করতে পারে বা মনের বাসনা পূর্ণ হবার সম্ভবনা থাকে।
আর এই বিশ্বাসে ভর করেই স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে '১১৭৬ হরে কৃষ্ণ'।
11 মন্তব্যসমূহ
👍
উত্তরমুছুনGood
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood
উত্তরমুছুনGood
উত্তরমুছুনGood news
উত্তরমুছুন👍
উত্তরমুছুন1176 hare krishna
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনHare Krishna
উত্তরমুছুনAccha accha
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊