দুই সন্তান বা জমজ সন্তানের কথা জানা যায়, কিন্তু তিন সন্তানের জন্ম একসাথে! এমনই ঘটনা ঘটেছে দিনহাটায়।


একসাথে তিন সন্তানের জন্ম দিলেন দিনহাটার জরাবারি গ্রামের এক মহিলা। সুনিতা দাস শর্মা নামে ওই মহিলার দিনহাটা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে অস্ত্রোপচারের পর তিনটি সন্তান প্রসব করান মহকুমা হাসপাতালের চিকিৎসক উজ্জ্বল আচার্য ।


চিকিৎসক উজ্জ্বল আচার্য জানান- এর আগে একবার সিজার হয়েছিলো সুনিতা দাসের। এবার তাঁর তিন সন্তানের জন্ম হয়। মা ও নবজাতক সুস্থ অবস্থায় রয়েছেন।


বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই তিন সন্তান জন্ম নেয় তাদের তিনজনের ওজন প্রায় 6 কেজি, অনুমানিক 37 বছরের মহিলা সুনিতা দাস , তার ওজন ছিল পঞ্চাশ কেজির মতো। 

তিন নবজাতকের আগমনে খুশি স্বামী বিপুল শর্মা সহ পরিবারের সকলে।