দিনে দুপুরে দোকানে চুরি, চাঞ্চল‍্য ওকড়াবাড়ী এলাকায় 





দিনে দুপুরে দোকান থেকে চুরির ঘটনায় চাঞ্চল‍্য দিনহাটার ওকড়াবাড়ী বাজারে। এদিন সকাল নাগাদ ওকড়াবাড়ী এলাকার স্টেশন চৌপথির একটি কাপড়ের দোকান থেকে এক যুবক টাকা চুরি করে। কিন্তু চুরি করে পার পায়নি সে। হাতেনাতে ধরা পড়ে জনগনের হাতে। এরপরেই উত্তেজিত জনতা তাকে মারধোর করে। 



জানা যায় ওই যুবকের বাড়ি গিতালদহের মরাকুটিতে। যুবকের দাবি আজকেই প্রথমবার সে চুরি করছে। অন‍্যদিকে এলাকার অন‍্যান‍্য ব‍্যবসায়ীর দাবি যে এরকম ঘটনা আজ নয় এরকম অনেক দোকানেই ঘটেছে। কিছু সময়ের জন‍্য দোকান থেকে একটু আড়াল হলেই চুরি হয়ে গেছে টাকা। যদিও কে বা কারা এই কাজ করেছে সে বিষয়েই কেউই কাউকে এতদিন ধরতে পারেনি। ঘটনায় ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়িয়েছে এই ঘটনা ঘিরে।