Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অনুব্রত মণ্ডলকে ৬ কেজি রুপোর মমতা-মূর্তি উপহার

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অনুব্রত মণ্ডলকে ৬ কেজি রুপোর মমতা-মূর্তি উপহার


anubrata mandal




সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে প্রতিবছরই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতিকে দলের কর্মী-নেতারা বিভিন্ন ধরনের উপহার দেন। কখনও তলোয়ার, কখনও রুপোর মুকুট ইত্যাদি ইত্যাদি।

এবারের আকর্ষণীয় একেবারে অন্যরকম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) মূর্তি রূপার (silver) তৈরি উপহার অনুব্রত মণ্ডলের (anubrata mandal) হাতে তুলে দিলেন জেলার তৃণমূল কংগ্রেস নেতা কেরিম খান । ১ লা জানুয়ারি বীরভূমের বাসপাড়ায় প্রতি বছর অনুষ্ঠিত হয় মিলন মেলা, সেই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।প্রত্যেক বছর এই মেলাকে ঘিরে নানান উন্মাদনা দেখা যায়।

মেলা উদ্বোধন করার পর মেলার উদ্যোক্তা তথা বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কেরিম খান অনুব্রত মণ্ডলের হাতে উপহার তুলে দেন।আর এই বছর অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হল প্রায় সাড়ে ৬ কেজি ওজনের মমতা বন্দ্যোপাধ্যায়ের রুপোর মূর্তি।

কেরিম খান বলেন, আমরা মেলা কমিটির উদ্যোগে প্রত্যেক বছর অনুব্রত মণ্ডলকে কিছু না কিছু উপহার দিয়ে থাকি, সেই মোতাবেক এবারও তাকে উপহার দেওয়া হল। এই মিলন মেলা এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেছে। মেলায় প্রায় হাজারখানেক স্টল বসানো হয়েছে, বেশ কয়েক দিন ধরেই চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code