করোনা আক্রান্ত Jersey অভিনেত্রী ম্রুনাল ঠাকুর
অর্জুন কপূর (Arjun Kapoor), নোরা ফতেহি (Nora Fatehi), শিল্পা শিরোদকরের (Shilpa Shirodkar) পর এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। নিজের সোশ্যাল হ্যাণ্ডেলে নিজেই জানালেন সেকথা।
করোনা সংক্রমণের জেরে অনির্দিষ্টকালের জন্য 'জার্সি' ছবির মুক্তি স্থগিত রাখা হয়েছে। এবার করোনা আক্রান্ত 'জার্সি'-র নায়িকা ম্রুনাল।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে অভিনেত্রী লেখেন, 'আজই আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছ। আমার মধ্যে সামান্যই কিছু উপসর্গ দেখা দিয়েছে। তবে আমি সুস্থই আছি। আর নিজেকে আইসোলেশনে রেখেছি। চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মতো সমস্ত নিয়ম মেনে চলছি।'
তিনি আরো লিখেছেন যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন শীঘ্রই টেস্ট করান। ম্রুণাল ঠাকুর লেখেন, 'যাঁরা এর মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ জানাবো শীঘ্রই করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য। প্রত্যেকে সুস্থ থাকুন। সুরক্ষিত থাকুন।'
২০১১-এয় ফারহান আখতারের সঙ্গে 'তুফান', কার্তিক আরিয়ানের সঙ্গে 'ধামাকা' মুক্তি পেয়েছে। সাম্প্রতিককালের পরিবেশ পরিস্থিতি দেখে এবং যাবতীয় নতুন কোভিড বিধির কারণে 'জার্সি'র সিনেমাহলে মুক্তি স্থগিত রাখা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊