ডাক্তার হওয়ার স্বপ্ন ছেড়ে মডেলিং-এ, সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী হয়েছেন বাঙালী সুন্দরী বিপাশা 


Biapasha Basu




আজ বাঙালী সুন্দরী বিপাশা বসু (Biapasha Basu)-র জন্মদিন। স্বপ্ন থেকে অনেকটা দূরেই তার সাফল‍্য। জীবনে পড়াশুনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলেও হয়ে গেছেন বলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। যদিও অভিনেত্রী নয় মডেল হতে চেয়েছিলেন বিপাশা।

Biapasha Basu




কলকাতায় বড় হয়ে ওঠেন বিপাশা। আর কলকাতাতেই দেখা হয় মেহর জেসিয়া রামপালের সঙ্গে। আর তারপরেই পাল্টে যায় তাঁর জীবন। তিনি বিপাশা পরামর্শ দেন মডেল হওয়ার। পড়াশুনা খুব বেশি করতে না পারায় আক্ষেপ রয়েছে তাঁর। কিন্তু মডেল হতে না পারলেও একজন সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী হয়েছেন তিনি।

Biapasha Basu




বাঙালি খাবার বিপাশাল খুব পছন্দের। অভিনেত্রী পোস্তো খেতে খুব ভালোবাসেন। বলিউডের ২০ বছর পূর্তি কিছুদিন আগেই উদযাপন করেছেন বিপাশা। থ্রিলার ও হরোর সিনেমায় নজরকাড়া অভিনয় করার জন‍্য বেশ নামডাক তার। সেক্স সিম্বল হিসেবে নাম রয়েছে তার। তার শরীরের মোহে ডুবে থাকেন অনেকেই।


Biapasha Basu



৭ই জানুয়ারী ১৯৭৯ সালে জন্ম বিপাশার। ৪৩ বছর বয়স তাঁর। রাজ, জিসম, নো এন্ট্রি, ফির হেরা সহ একাধিক সিনেমায় নজর কেড়েছেন। তিনি করন সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বেধেছেন। ২০১৬ সালে বিয়ে করেছেন তাঁরা। ঘুরতে বেশ পছন্দ করেন তিনি।


Biapasha Basu