হাসপাতালে মেয়েকে খাবার দিতে গিয়ে মৃত্যু মায়ের

মধুসূদন রায়, ময়নাগুড়িঃ



মধুসূদন রায়, ময়নাগুড়িঃ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। এদিন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল এলাকায় একটি চারচাকা গাড়ি একটি মহিলাকে পিষে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।



জানা গেছে, ওই মহিলার নাম জরিফা খাতুন। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায়। পাশাপাশি জানা গেছে, এদিন তিনি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি থাকা নিজের মেয়ের জন্য খাবার নিয়ে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটি চারচাকার গাড়ি তাকে পিষে দেয়।



এদিন এই দুর্ঘটনার পর মৃত মহিলার পরিবারের লোকজন গাড়ি ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিস। পুলিশ সূত্রে জানা গেছে, বিপ্লব চৌধুরি নামের অভিযুক্ত সেই গাড়ি চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।