Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের দূরদর্শনে ক্লাস, কীভাবে জানাবে প্রশ্ন ! রইলো Whatsapp, e-Mail, Toll Free নাম্বার

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের দূরদর্শনে ক্লাস, কীভাবে জানাবে প্রশ্ন ! রইলো Whatsapp, e-Mail, Toll Free নাম্বার

Whatsapp



১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে রাজ্যের নতুন শিক্ষা ব্যবস্থা- "বাংলার শিক্ষা দূরভাষে" (BANGLARSHIKSHA DUROBHASE) । সেই সাথে মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও শুরু হবে দূরদর্শনে বা টেলিভিশনে ক্লাস। 


দূরদর্শনে ক্লাস চলবে দশম এবং দ্বাদশ শ্রেণির। ১৭ জানুয়ারি ২০২২ সকাল ১০ টায় উদ্বোধন হতে চলেছে দুরদর্শনে ক্লাস। এদিন WBBSE এবং WBCHSE এর সভাপতি , Expert Committee এর চেয়ারম্যান প্রমূখ বক্তব্য রাখবেন। ১৮ তারিখ সকাল ১০ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত মাধ্যমিকের বাংলা, ১৯ তারিখ উচ্চমাধ্যমিকের ফিজিক্স, ২০ তারিখ মাধ্যমিকের ইংরেজি, ২১ তারিখ উচ্চমাধ্যমিকের কেমেস্ট্রির ক্লাস হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলবে ক্লাস।


বেসরকারি Zee 24 Ghanta চ্যানেলে এই ক্লাস চলবে । ছাত্রছাত্রীদের ক্লাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে bsclassroom2022@gmail.com এখানে মেইল করে বলতে হবে। এছাড়াও whatsapp এও প্রশ্ন জানানো যাবে। whatsapp নাম্বারটি হলো- 9830409773 ,এছাড়াও টোলফ্রি নাম্বারেও জিজ্ঞাসা করা যাবে- টোলফ্রি নাম্বারটি হলো- 1800 102 3154 

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code