U-19 WC: জয় দিয়ে যুব বিশ্বকাপ শুরু করলো ভারত
যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকাকে হারিয়ে যাত্রা শুরু করলো অনুর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই ৪৫ রানে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ভারত।
প্রথমে ব্যাট করে ভারত ২৩২ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৮৭ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এদিন অধিনায়ক হিসেবে নিজেকে তুলে ধরেন যশ।
দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন যশ। ১০০ বলে দুর্দান্ত ৮২ রানের ইনিংস খেলে দুর্ভাগ্যজনক রান-আউট হন। ১১টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন যশ। বাকিদের মধ্যে রশিদ ৩১, নিশান্ত সিন্ধু ২৭, রাজ বাওয়া ১৩ ও কৌশল তাম্বে ৩৫ রান করেন। ভারতের স্কোর ২৩২ ওঠে বোর্ডে।
জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ডেওয়াল্ড ব্রেভিস সর্বাধিক ৬৫ রান করেন। অধিনায়ক জর্জ ৩৫ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে ২৮ রানের বিনিময়ে একাই ৫টি উইকেট নেন বাঁ-হাতি স্পিনার ভিকি ওস্তওয়াল। ৪৭ রানে ৪টি উইকেট নিয়েছেন রাজ বাওয়া। ১টি উইকেট রাজবর্ধন। ম্যাচের সেরাও হয়েছেন ভিকি।
গ্রুপ লিগের ম্যাচগুলি সেন্ট কিটস অ্যান্ড নেভিস, গায়ানা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় হবে। এবছর অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের ম্যাচগুলি হবে অ্যান্টিগায়। প্লেটের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊