Latest News

6/recent/ticker-posts

Ad Code

Lakshmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট পরিবর্তন, এখনি জেনেনিন

Lakshmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (lakhmir bhandar scheme) বিরাট পরিবর্তন, এখনি জেনেনিন


Lakshmir Bhandar




যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি, তারা দুয়ারে সরকারপাড়ায় সমাধান কর্মসূচি শুরু হলে সেখানে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদনের আগে অবশ্যই যে কাজটি করতে হবে তা জেনে নিন।


এবার থেকে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থাকা বাধ্যতামূলক হচ্ছে। এক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টকে গ্রাহ্য করা হবে না। গতবার জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আবেদন করা গিয়েছিল। সেক্ষেত্রে নতুন সমস্যায় পড়তে হয়েছিল প্রশাসনকে। দেখা গিয়েছিল, একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে একাধিক আবেদনকারী রয়েছেন।


এই ভুল বোঝাবুঝি এড়াতেই এবার ‘সিঙ্গেল অ্যাকাউন্ট’ থাকা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল রাজ্য। বৃহস্পতিবার দুয়ারে সরকার নিয়ে এক বৈঠক থেকে সব জেলাশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের এই মর্মে বার্তা দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।


ইতিমধ্যে আগস্ট-সেপ্টেম্বর মাসে হওয়া দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এসেছেন। প্রতি মাসের ৩ তারিখের মধ্যে আবেদনকারী তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে সরাসরি চলে যায় ১০০০ টাকা, আর অন্যান্যরা পান ৫০০ টাকা।


শুধু ব্যাঙ্ক একাউন্ট নয় সেই সাথে আধার নম্বর সংযোজন করাও বাধ্যতামূলক করা হয়েছে।

Tag: lakshmir bhandar portal, lakshmir bhandar form, lakshmir bhandar application id, lakshmir bhandar apply online, lakshmir bhandar check

একটি মন্তব্য পোস্ট করুন

12 মন্তব্যসমূহ

  1. Thik ache kintu barir bekar chele meyeder kormo songosthaner babostha korle r o besi kaje lagbe jubo somajer

    উত্তরমুছুন
  2. লাগবে না ভান্ডার কর্মসংস্থান এর ব্যাবস্থা করো কাজ করে টাকা নিবো

    ফ্রী ফ্রী লাগবে না

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code