Earthquake: তীব্র ভূমিকম্পে মৃত অন্তত ২৬, চলছে উদ্ধারকাজ

তীব্র ভূমিকম্পে মৃত অন্তত ২৬, চলছে উদ্ধারকাজ

Earthquake
Earthquake



আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি এএফপিকে জানিয়েছেন 'কাদিস জেলায় ভূমিকম্পে বাড়ির ছাদ ধসে মৃত্যু হয়েছে।' সারওয়ারি আরও জানিয়েছেন "ভূমিকম্পে নিহত ২৬ জনের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছে।"


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, 5.6 মাত্রার ভূমিকম্পটি তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী বাদঘিসের প্রাদেশিক রাজধানী কালা-ই-নাউ থেকে 40 কিলোমিটার পূর্বে আঘাত করেছিল। বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে ওই অঞ্চলে।

Earthquake
Earthquake




ভূমিকম্পটি প্রদেশের মুকর জেলার বাসিন্দাদেরও ক্ষতিগ্রস্থ করেছে তবে হতাহতের বিবরণ এখনও পাওয়া যায়নি।


সিনহুয়া বার্তা সংস্থা জেলা প্রধান মোহাম্মদ সালেহ পুরদিলের বরাত দিয়ে জানিয়েছে, "সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকাগুলি ছিল কাদিস জেলার বদরুক, দরবন্দ-ই-সাফেদ এবং খাক পোলাক এলাকা, প্রাদেশিক রাজধানী কালা-ই-নাউ-এর পূর্বে।"

2 মন্তব্যসমূহ

thanks

একটি মন্তব্য পোস্ট করুন

thanks