একাধিক শূন্যপদে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্রে আশাকর্মী নিয়োগ করবে। বর্তমানের ১১১টি শূন্য পদ ও নতুন ২৮৯টি শূ্ন্য পদে মোট ৪০০টি শূন্যপদে আশাকর্মী নিয়োগ করবে কর্তৃপক্ষ।
বিশদে জানতে চাকরিপ্রার্থীদের http://murshidabad.gov.in-এ যোগাযোগ করতে হবে।
কেবল বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা মহিলারাই ন্যূনতম মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে। এই মহিলাদের অবশ্যই কর্মস্থলের বাসিন্দা হতে হবে।এই বিষয়ে আরও বিশদে জানতে চাকরিপ্রার্থীদের এসডিও, বিডিও, বিএমওএইচ, গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে।
চাকরিপ্রার্থীদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST চাকরিপ্রার্থীদের জন্য এই বয়সসীমা ২২-৪০ বছর।
মুর্শিদাবাদে আশাকর্মী পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে উপযুক্ত যোগ্যতার প্রমাণপত্র সহযোগে আবেদনটি সরকারি অফিসে পাঠাতে হবে।
2 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊