Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার বড়ো পোস্ট অফিসে আঁধার কার্ডের সংশোধন করাতে এসে হয়রানির শিকার,বিক্ষোভ

Aadhaar

রাহুল দেব বর্মন,কোচবিহার:

কোচবিহার বড়ো পোস্ট অফিসে আঁধার কার্ডের (Aadhaar) সংশোধন করাতে এসে হয়রানির শিকার,বিক্ষোভ সাধারণ মানুষের। 


শনিবার সকাল ১১ থেকেআধার কার্ডের লিঙ্ক করতে এসে সমস্যা সম্মুখে পড়তে হয়েছে বহু মানুষের।

তাদের অভিযোগ কোচবিহার বড় পোস্ট অফিসে যে সময়সীমা দেওয়া হয়েছে তার আগেই নির্দিষ্ট সংখ্যক নাম কর্মকর্তারা লিখিয়ে নিয়েছে। এরপর তারা যখন নাম নথিভুক্ত করার জন্য কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে তখন পুলিশ এসে তাদের জোর করে বের করে দেয় এমনকি তাদের অভিযোগ মহিলাদের ওপরেও পুলিশ হাত তোলে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code