Latest News

6/recent/ticker-posts

Ad Code

Republic Day-2022 পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগের ১৮ জনকে পুলিশ পদক

18 West Bengal Police Personal awarded Police Medals


Police Medals


সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নতুন দিল্লিতে কলকাতার গোয়েন্দা শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রী সুশান্ত ধর ও আলিপুরের নিরাপত্তা নির্দেশালয়ের সাব-ইন্সপেক্টর শ্রী সঞ্জিৎ কুমার সানি-কে রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। 

এছাড়াও, পুলিশ বিভাগের ১৬ জনকে উল্লেখযোগ্য কাজের জন্য পুলিশ পদকে সম্মানিত করা হবে। এরা হলেন :

১) শ্রী শান্তনু তরফদার, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সশস্ত্র পুলিশ বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমিশনার, দার্জিলিং।

২) শ্রী দীপঙ্কর দাস, হাওড়া পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ।

৩) শ্রীমতী কবিতা দাস, পশ্চিম মেদিনীপুরের সালুয়ার পুলিশ ট্রেনিং স্কুলের ইন্সপেক্টর।

৪) শ্রী সুব্রত দে, কলকাতার স্পেশাল টাস্কফোর্সের ইন্সপেক্টর।

৫) শ্রী চন্দন দাস, কলকাতা সশস্ত্র পুলিশের ব্রিগেড হেড কোয়াটার্সের ইন্সপেক্টর।

৬) শ্রী অরূপ কুমার বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশের দক্ষিণ শাখার ইন্সপেক্টর।

৭) শ্রী তরুণ হাজরা, বারুইপুর পুলিশ জেলার ডিস্ট্রিক্ট ক্রাইম রেকর্ড ব্যুরোর সাব-ইন্সপেক্টর।

৮) শ্রী ওমর ফারুক, মালদার মোথাবাড়ি থানার সাব-ইন্সপেক্টর।

৯) শ্রী অরূপ কুমার পট্টনায়ক, কলকাতার ইন্টেলিজেন্স ব্র্যাঞ্চের সাব-ইন্সপেক্টর।

১০) শ্রী মিলন মোথায়, দার্জিলিং-এর সশস্ত্র পুলিশ বাহিনীর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর।

১১) শ্রী নিহার রঞ্জন ভৌমিক, মালদা পুলিশ লাইনের সশস্ত্র শাখার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর।

১২) শ্রী শান্তনু দাস, কলকাতার নিরাপত্তা নির্দেশালয়ের সশস্ত্র শাখার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর।

১৩) শ্রী অভিজিৎ বিশ্বাস, বারুইপুরের স্পেশাল অপারেশন গ্রুপ ইউনিটের কন্সটেবল।

১৪) শ্রী প্রভাকর দাস, কলকাতার নিরাপত্তা নির্দেশালয়ের কন্সটেবল।

১৫) শ্রী শ্যাম কুমার থাপা, সালুয়ার আইএসটি ব্যাটেলিয়নের ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস্‌-এর আনপেইড ল্যান্স নায়েক।

১৬) শ্রী বিদ্যুৎ দাস, কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমির সাব-ইন্সপেক্টর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code