Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের মুকুটে নতুন পালক, দেশে শিক্ষাক্ষেত্রেও শীর্ষে বাংলা

 রাজ্যের মুকুটে নতুন পালক, দেশে শিক্ষাক্ষেত্রেও শীর্ষে বাংলা




রাজ্যের মুকুটে নতুন পালক, দেশে শিক্ষাক্ষেত্রেও শীর্ষে বাংলা । পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে বাংলা। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।



৫টি মানদণ্ডের নিরিখে করা হয়েছে এই মূল্যায়ন। ওই রিপোর্টেই বলা হয়েছে, জাতীয় র‍্যাঙ্কিং-এ ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে বাংলা রয়েছে প্রথম স্থানে।



শিক্ষাক্ষেত্রে সাফল্যের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বলেন, "পশ্চিমবঙ্গের জন্য দারুণ খবর। আমরা Foundational Literacy & Numeracy Index অনুযায়ী দেশের সব রাজ্যের মধ্যে বাংলা শীর্ষস্থান অধিকার করেছি। আমি এই অসামান্য কৃতিত্বের জন্য আমাদের শিক্ষা বিভাগের সকল শিক্ষক, অভিভাবক এবং সদস্যদের অভিনন্দন জানাই।"



সম্প্রতি, বিশ্ব দরবারেও নতুন পালক যুক্ত হয়েছে বাংলার মুকুটে। ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পেয়েছে বাঙালির দুর্গোৎসব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code