প্রকাশিত পশ্চিমবঙ্গ পুলিশ কন্সেটবল পদের পরীক্ষার উত্তরপত্র, দেখুন কি ফল আপনার

প্রকাশিত পশ্চিমবঙ্গ পুলিশ কন্সেটবল পদের পরীক্ষার উত্তরপত্র, দেখুন কি ফল আপনার




পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের পুলিশ কন্সটেবল পরীক্ষা হয়েছে কিছু দিন আগেই । পশ্চিমবঙ্গে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ২০২০ -র প্রিলিমিনারি পরীক্ষা গত ২৬শে সেপ্টেম্বর রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছিল। সাত দিনের জন্য প্রিলিমিনারি পরীক্ষার আনসার কি www.wbpolice.gov.in -এ আপলোড করা হয়েছে। সেখান থেকেই আপনি আপনার পরীক্ষা কেমন দিয়েছেন জানতে পারবেন।



বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে সমস্ত প্রার্থীদের প্রশ্নপত্রের সাথে সাবধানে উত্তরপত্র মেলানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে অসঙ্গতি থাকলে পশ্চিমবঙ্গ পুলিশে wbprb10@gmail.com এ ই-মেইলের মাধ্যমে নিয়োগ বোর্ডকে জানানোর কথা জানানো হয়েছে। 02.12.2021 থেকে 07 (সাত) দিনের মধ্যে এই অভিযোগ জানানো যাবে।


দেখে নেওয়া যাক অ্যানসার কি-