Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির

ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির 






সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবী নিয়ে শুক্রবার বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশ সামিল হলো পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির সদস্যরা।




জেলার প্রত্যন্ত অঞ্চল গুলিতে যেসব আইসিডিএস সেন্টার গুলি রয়েছে সেগুলিতে আসা বাচ্চা দের দীর্ঘদিন ধরে খাবার বকেয়া রয়েছে, পাশাপাশি সরকার বাচ্চাদের খাবারের জন্য বরাদ্দ আলুর যা মূল্য দেয় তাও বাজারের তুলনায় অনেক কম, হয় সরকার নিজে আলু কিনে দিক, না হলে আলু কেনার মূল্য বারাক, মূলত এই দুটি দাবি নিয়ে আজ কার্জন গেটের সামনে বিক্ষোভে সামিল হলো আইসিডিএস কর্মীরা। 



পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির জেলা কমিটির সদস্য সুরভি টুডু বলেন, দীর্ঘদিন ধরে আইসিডিএস কর্মীরা বঞ্চিত যে কোনো সময় কোনো কারণ ছাড়াই কর্মীদের বসিয়ে দেয়া হচ্ছে, আমাদের সংগঠনের দাবি অবিলম্বে পেনশন এবং এককালীন তিন লক্ষ টাকা দিতে হবে এছাড়াও আইসিডিএস কর্মীদের ভাতা 8000 টাকা যা বাড়িয়ে 21000 করতে হবে। এদিনের বিক্ষোভ সমাবেশ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো আইসিডিএস কর্মী যোগ দেন কার্জন গেটে চত্বরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code