Latest News

6/recent/ticker-posts

Ad Code

নাগাল‍্যাণ্ডের গুলি কাণ্ড নিয়ে এবার বিতর্কিত মন্তব‍্য উদয়নের

নাগাল‍্যাণ্ডের গুলি কাণ্ড নিয়ে এবার বিতর্কিত মন্তব‍্য উদয়নের 


উদয়ন



ফের বিতর্কিত মন্তব‍্য দিনহাটার বিধায়ক উদয়ন গুহের। নাগাল‍্যাণ্ডের গুলি কাণ্ড নিয়ে মন্তব‍্য করে বিতর্ক এর দানা বাঁধালেন তিনি।



নাগাল‍্যাণ্ডের মর্মান্তিক ঘটনা নিয়ে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘ভুল বোঝাবুঝি’ তত্বকে হাতিয়ার করেই উদয়ন গুহের মন্তব‍্য বিতর্ক।




এদিন, এক ফেসবুক পোস্টে উদয়ন গুহ লেখেন, “অসম রাইফেলস এর মতো BSFও ‘ভুল বোঝাবুঝির’ কারণে গুলি চালায়, ভবিষ্যতেও চালাবে। তৈরি থাকুন।”




এর আগে বিধানসভার মধ‍্যেই বিএসএফ নিয়ে বিতর্কিত মন্তব‍্য করেছিলেন উদয়ন গুহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code